Submit Site, Article for search engine marketing or SEO !





Search


হটাৎ করে কম্পিউটার রিস্টার্ট হয় যে কারণে

32447    04/26/2015    Mobile Application    322  / 



কম্পিউটার অনেক সময় হঠাৎ করেই রিস্টার্ট নেয়। এতে অনেক জরুরি কাজও অর্ধসমাপ্ত অবস্থায় নষ্ট হয়ে যায়। কাজটি আবার নতুন করে শুরু করতে হয়। একটু সচেতন হলেই এভাবে কম্পিউটার রিস্টার্ট হওয়ার সমস্যা এড়ানো সম্ভব।

কম্পিউটার প্রসেসরের চারপাশে খোলা জায়গা না থাকলে এর স্বাভাবিক তাপ বের হতে পারে না। ফলে এর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ গরম হয়ে যায়। আর নির্দিষ্ট তাপমাত্রার বেশি হলেই সিপিইউ কাজ করা বন্ধ করে দেয়। ফলে কম্পিউটার রিস্টার্ট নেয়।

সিপিইউয়ের আশপাশে একটু খোলা জায়গা রাখলেই এসমস্যা থেকে রেহাই পাওয়া যায়। অনেক সময় পেনড্রাইভ বা এক্সটার্নাল ড্রাইভসংযোগ দিলেও কম্পিউটার রিস্টার্ট নেয়। এ ক্ষেত্রে সমস্যাযুক্ত ডিভাইসকম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা ঠিক নয়।

ভাইরাসের আক্রমণেও স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিস্টার্ট হতে পারে। এ ক্ষেত্রে ভালো কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে।অ্যান্টিভাইরাস সবসময় আপডেট করবেন ।অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করেও এর সমাধান সম্ভব।

রেমন্ডম অ্যাক্সসে মেমোরি বা রেমের সমস্যার কারণেও কম্পিউটার রিস্টার্ট নেয়। কম্পিউটারে যে রেম লাগানো আছে সেটি যদি মাদারবোর্ড সমর্থন না করে অথবা রেমের কোন চিপ নষ্ট থাকে, সে ক্ষেত্রে কম্পিউটার রিস্টার্ট নেবে।

হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়লেও একই ধরনের সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে ‘স্ক্যানডিস্ক’ দিয়ে হার্ডডিস্ক স্ক্যান করে নিতে হবে। এতে হার্ডড্রাইভের ব্যাড সেক্টর সমস্যা দূর হবে।





For More Click : http://itjagot.blogspot.com/2013/07/blog-post_3767.html





 

Article Submission FREE !!

Post Article, Add Article, Submit article in Computer - Mobile Application category for FREE to Search Engine Marketing.

Click To Submit Article







Privacy Policy | Disclaimer | Terms & conditions - All rights Reserved.